রাজবাড়ী: যেদিন শেখ হাসিনা চলে গিয়েছে; সেদিনই আওয়ামী লীগর রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আওয়ামী লীগের রাজনীতি আর হবে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রোববার (১২ মে) বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘গত ১৭টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের সারা দেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। কেউ ঘরে থাকতে পারেনি, ঘুমাতে পারেনি। আপনারা এমন কাজ করবেন না যেন জনগণ মুখ ফিরিয়ে নেয়। আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল বরদাস্ত করবো না।’
এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।