Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি গণমাধ্যম প্রচার করা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ২২:৫৯ | আপডেট: ১২ মে ২০২৫ ০৯:৫১

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের সব প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১২ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ।’

উল্লেখ্য, এদিকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ গণমাধ্যম টপ নিউজ বিবৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর