ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ (সোমবার) বৈঠকে বসবে গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি।
সোমবার (১২ মে) জাতীয় সংসদের এলডি হলে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, রোববার (১১ মে) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাতীয় সংসদের এলডি হলে সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য এবং বিকেল ৩টায় বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি’র সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
ঐকমত্য কমিশনের সঙ্গে বাম ঐক্য ও নেজাম-ই ইসলাম পার্টি’র বৈঠক আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ০৮:২৪ | আপডেট: ১২ মে ২০২৫ ১১:১৬
১২ মে ২০২৫ ০৮:২৪ | আপডেট: ১২ মে ২০২৫ ১১:১৬
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টি বৈঠক