Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর যুদ্ধ নয়: পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৫ ০৯:০৫ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:০৭

সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় পোপ লিও চতুর্দশ।

ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।

রোববার (১১ মে) ‘রেজিনা কোয়েলি’প্রার্থনায় অংশ নিতে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হয় প্রায় এক লাখ মানুষ।

সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ লিও চতুর্দশ ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানান।

প্রয়াত পোপ ফ্রান্সিসের কথা স্মরণ করে নতুন পোপ বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক ট্র্যাজেডি ৮০ বছর আগে শেষ হয়েছে। এখন আমরা খণ্ড খণ্ডভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে আহ্বানের পুনরাবৃত্তি করে বিশ্বের ক্ষমতাধর মানুষদেরকে আমি বলব, “আর যুদ্ধ নয়।’

বিজ্ঞাপন

পোপ আরও বলেন, ‘প্রিয় ইউক্রেনীয়দের দুর্ভোগে আমার হৃদয় ব্যথিত। যত দ্রুত সম্ভব একটি সত্যিকারের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যা করা দরকার করা হোক।’

গাজা-ইসরায়েল সংঘাত নিয়ে পোপ বলেন, ‘গাজায় যা ঘটছে তাতেও আমি ব্যথিত। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হোক। মানবিক ত্রাণ প্রবেশ করুক। সব জিম্মিও মুক্তি পাক।’

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদান করতে হবে এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে তিনি বলেন, ‘ এই খবর পেয়ে আমি আনন্দিত। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে একটি স্থায়ী সমঝোতা হোক এই কামনা করি।’ তবে বিশ্বে আরও অনেক দেশই সংঘাতে লিপ্ত আছে বলে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

পোপ লিও চতুর্দশ যুদ্ধ বন্ধের আহ্বান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর