Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত শহরের তালিকায় আজ সপ্তম ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ১২ মে ২০২৫ ১০:৩১

ঢাকায় বায়ু দূষণ। ছবি: ব্লুমবার্গ

ঢাকা: টানা তিনদিন ছুটির পরেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নাম রয়েছে রাজধানী ঢাকার। সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী। এই বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৮টায় এই তথ্য জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)। একিউআই অনুযায়ী, আজ ঢাকার স্কোর ১৩২।

অন্যান্য দেশের মধ্যে রাইনের মানামা, চীনের চেংডু এবং পাকিস্তানের লাহোরের একিউআই স্কোর যথাক্রমে ১৬০,১৪৯ এবং ১৪৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই অনুযায়ী, যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকা বায়ু দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর