ঢাকা: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে।
এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশে কর্মরত আছেন। এই প্রোগ্রাম এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বর্তমানে রাউন্ড-৬৭-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে।
সুযোগ-সুবিধা:
*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;
*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;
*দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;
*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
আবেদনের যোগ্যতা:
*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;
*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
স্নাতক বা সমমানদের প্রার্থীদের জন্য যেসব কোর্স:
*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যান্ড ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার;
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;
*ক্রস প্ল্যাটফরম অ্যাপস ইউসিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;
*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;
*নেটওয়ার্ক সলুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;
*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যেসব কোর্স:
*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড;
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;
*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;
*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;
*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;
*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;
*থ্রিডি ভিজুয়ালাইজেশন।
আবেদন:
আগ্রহী প্রার্থীরা https://apply.idb-bisew.info/ এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫
আবেদনপদ্ধতিসহ স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য https://apply.idb-bisew.info/ এই ঠিকানায় জানা যাবে অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে ফোন করেও জানা যাবে।