Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১০:২৫

গ্রেফতার মো. মিজানুর রহমান মোল্লা।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে মো. মিজানুর রহমান মোল্লা (৩৪) নামে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ মে) রাতে কালুখালী উপজেলার বল্লবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুর রহমান মোল্লা কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তিনি কালুখারী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিজানুর রহমান মোল্লাকে কালুখালী থানার বল্লবপুর মোড় থেকে কালুখালী থানার গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার