Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানাল এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১১:১২ | আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৩৬

ঢাকা: সাম্প্রতিক সময়ে চলমান বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ মে) এনসিপি যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এনসিপির অবস্থান জানানো হয়েছে।

এতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা, এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত, পক্ষ এবং সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও  একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে। যা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবানয়ের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে।

আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, জাতীয় নাগরিক পার্টির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাসবিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে। এনসিপিকে এর সঙ্গে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত। বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো তথা ১৯৪৭, ১৯৭১, এবং ২০২৪ এর প্রতিফলন ছিল।

আমরা আরও লক্ষ করেছি, আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন নিয়ে আপত্তি উঠলেও আন্দোলনকারীরা দৃঢ়তার সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছেন, যা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

এনসিপি মনে করে, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানই দেশীয় রাজনীতির মৌলিক শর্ত। দলটির দাবি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত।

বিবৃতিতে বলা হয়, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশপন্থী ভূমিকা বজায় রাখতে হবে।

এনসিপি আরও জানায়, অতীতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে অনেক দলের অবস্থান ও আদর্শের কারণে। এখন সময় এসেছে—সেই বিভাজন ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে হাঁটার।

সালেহ উদ্দিন সিফাত বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য সকল পক্ষের দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণ জরুরি।

সারাবাংলা/এফএন/ইআ

এনসিপি রাজনৈতিক বিতর্ক