Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে মিলল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১২:২৫ | আপডেট: ১২ মে ২০২৫ ১৪:৩৬

উদ্ধার অভিযান চালায় ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল ও স্থানীয়রা।

কু‌ড়িগ্রাম: জেলার উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে নিখোঁজ হওয়া দুই ভাই ইব্রা‌হিম হোসেন ও ইমরান হো‌সেনের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা।

সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)‌ জিল্লুর রহমান।

জানা গে‌ছে, শিশু ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮) আপন দুই ভাই। গত শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় তারা। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অনেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে আজ (সোমবার) সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

ওসি‌ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ উদ্ধার পানিতে ডুবে মৃত্যু ব্রহ্মপুত্র নদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর