Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১২:৩৩

ঢাকা: বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ মে) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের উপপরিচালক (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ডিএমপি থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীগণ নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে, তথাপি, কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।’

‘এই অবস্থায় সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর