চট্টগ্রাম ব্যুরো : আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক এক বিডিআর জওয়ানকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১১ মে) রাতে লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার রেজাউল করিম (৪৯) চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায় রেজাউল মৃত্যুদণ্ড পাওয়া আসামি। দণ্ড মাথায় নিয়ে তিনি এ পর্যন্ত আত্মগোপনে ছিলেন।
গত (রোববার) রাতে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে পরোয়ানামূলে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।