Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ ইস্যুতে গেজেট পেলে সিদ্ধান্ত নেবে কমিশন: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১২ মে ২০২৫ ১৬:০৫

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

‎এ সময় সিইসি বলেন, যখন দেখবেন আকাশে সূয উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন।

‎প্রজ্ঞাপন হলেই নিবন্ধন বাতিল সম্ভব? এমন এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমের তথ্য শুণে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেবো। প্রজ্ঞাপনটা আসতে দেন। ডেফিনিটলি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। বাট, উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম।’

‎নির্বাচনি আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটি নিবন্ধন বাতিল হয়ে যায়।

‎অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দলটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তারা।

সারাবাংলা/এনএল/ইআ

এএমএম নাসির উদ্দিন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর