Sunday 29 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতায় গেলে নার্সদের দাবি পূরণে উদ্যোগ নেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:০৮

আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে নার্সদের দাবি পূরণে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

রিজভী বলেন, ‘‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নার্সদের দাবি পূরণে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে। নার্সরা মায়ের ভূমিকা নিয়ে রোগীদের সেবা করেন। কিন্তু সামাজিকভাবে নার্সদের অবমূল্যায়ন করা হয়, তাদের হেয় করা হয়, তাদের কাজের মূল্যায়ন করা হয় না। নার্সিংয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি করেও নার্সরা বৈষম্যের শিকার হন। যারা চিকিৎসা ব্যবস্থায় বড় অবদান রাখেন, তারা আজ অবহেলিত।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘কেন আমরা ভারতে গিয়ে ডলার খরচ করে চিকিৎসা নেব। সেই টাকা দিয়ে আমাদের দেশের নার্সদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষাখাত, স্বাস্থ্যখাত আরও আরও উন্নত করতে হবে। নিশ্চিত করতে হবে নার্সদের আবাসন ব্যবস্থা। মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে।’’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নীলোফার চৌধুরী মনি, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, নার্সেস বিষয়ক সহ-সম্পাদক জাহানারা খাতুন প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর