Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপকর্মের আগে হাসিনাও এমন কৌশল অবলম্বন করতেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৪৮

স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটক চলছে। কোনো অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন।

সোমবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দীন আহমেদ পিন্টুর স্মরণে এ সভা আয়োজন করে নাসিরউদ্দীন আহমেদ পিন্টু স্মৃতি পরিষদ।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। কারণ, আওয়ামী লীগকে বিএনপি কখনো আশ্রয়-প্রশ্রয় দেয় না। ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে।’

তিনি বলেন, ‘ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অথচ সরকার কিছু জানে না; তারা কী জানে?’

মির্জা আব্বাস বলেন, ‘আমরা কেন সেন্টমার্টিন যেতে পারব না, আমি এনসিপির ভাইদের বলতে চাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন? দেশ ভালো অবস্থানে নেই। আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডর দেওয়া হবে, কেন কার স্বার্থের জন্য করিডর? জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডর দেওয়ার অধিকার এই সরকারের নেই। বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডর বলে কিছু নেই। প্রয়োজনে একেকটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সকল অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, সরকার কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়।’

বিজ্ঞাপন

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

নাসিরউদ্দীন আহমেদ পিন্টু বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর