Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির জন্য আনুশকার হৃদয় ছোঁয়া বার্তা

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ১২ মে ২০২৫ ১৬:৫৯

বিরাট কোহলি ও আনুশকা শর্মা, কোহলির শততম টেস্ট ম্যাচের আগে।

গেল কদিন ধরেই একটা গুঞ্জন ছিল টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি। বিসিসিআই থেকে অনুরোধ করেও সেই সিদ্ধান্ত থেকে টলানো যায়নি কোহলিকে। অবশেষে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারকে বিদায় বললেন সাবেক এই ভারত অধিনায়ক। দীর্ঘ এই যাত্রায় কোহলির পাশে ছিলেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

লাল বলের ক্রিকেট থেকে কোহলির বিদায় বেলায় আনুশকা দিলেন হৃদয় ছোঁয়া, আবেগী এক বার্তা।

বিজ্ঞাপন

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে আনুশকা লেখেন, ‘ওরা সবাই রেকর্ড-অর্জনের কথা বলবে, কিন্তু আমি মনে রাখব তোমার না দেখানো অশ্রু, তোমার না দেখা যুদ্ধ আর টেস্ট ক্রিকেটের জন্য নিঃস্বার্থ ভালোবাসার কথা। আমি জানি ক্রিকেট তোমার থেকে কতটা কেড়ে নিয়েছে। প্রতিটা টেস্ট শেষেই আরও একটু পরিণত হয়ে ফিরেছো তুমি, আরও বেড়েছে তোমার জ্ঞানের পরিধি এবং কাছ থেকে তোমাকে এভাবে দেখতে পাওয়াটাও দারুণ একটা ব্যাপার।’

‘যদিও আমি সবসময় কল্পনা করতাম, তুমি টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বে। কিন্তু সবসময় হৃদয়ের কথাটাই শুনেছো তুমি। আমি কেবল বলতে চাই এমন বর্ণাঢ্য বিদায়ের পুরোটাই তোমার প্রাপ্য।’

এর আগে ইন্সটাগ্রামে দেয়া পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে এই ব্যাগি ব্লু ক্যাপটা মাথায় তুলেছিলাম। সত্যি বল্পতে কখনো ভাবিনি এই ফরম্যাটে এত দূর আসতে পারব। টেস্ট ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে জীবনে, আমাকে গড়েছে। টেস্ট ক্রিকেটের সাথে একটা আত্মিক টান অনুভব করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই দিন শেষে নিজের সাথে থেকে যায়।’

‘আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি, যদিও সিদ্ধান্তটা সহজ ছিল না। তবুও ঠিক মনে হচ্ছে। নিজের যা ছিল, সবই ঢেলে দিয়েছি এবং আমি ফেরত পেয়েছি অনেক বেশি। বুক ভরা হৃদয়ে বিদায় নিচ্ছি। এই যাত্রায় যারা আমার সাথে ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। টেস্ট ক্যারিয়ারের দিকে সবসময় হাসি মুখেই তাকাব’, আরও লেখেন কোহলি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

অবসর আনুশকা শর্মা টেস্ট ক্রিকেট বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর