Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবন থেকে নিচে পড়ে নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৪৮

নটরডেম কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২মে) বেলা সোয়া ৩টার দিকে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যায় ওই শিক্ষার্থী।

দেখতে পেয়ে সহপাঠী ও স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, ধ্রুব ও তারা এইচএসসি পরীক্ষার্থী। আগামী মাসে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিল তারা। হঠাৎ কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যায় ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ভবনটা ছয়তলা। ধারণা করা হচ্ছে, সে তিন তলার বেলকোনি দিয়ে পড়ে গিয়েছে। তবে কীভাবে পড়ে গেল তা জানা যায়নি।

হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস চঞ্চল জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ওয়ারী গোপীবাগ এলাকায় থাকেন। তার ছেলে ধ্রুব ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একমাস পর তার ফাইনাল পরীক্ষা। আজ কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, ‘রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যাই। কোনো অভিভাবককে ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় ধ্রুব। সহপাঠীর কাছ থেকে জানতে পারি, ভবনের উপর থেকে নিচে পড়ে গেছে ধ্রুব। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সহপাঠিরা জানান, নটরডেম কলেজের ভবনের উপড় থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর