Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা
ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন ৩৩ হাজারের বেশি, টিকিট অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৭:০০ | আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৪৮

বাংলাদেশ রেলওয়ে। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজারের বেশি। এসব আসনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

রেল সচিব বলেন, ‘ঢাকা থেকে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এসব আসনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হবে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে। তবে ঈদুল আজহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।’

ফাহিমুল ইসলাম বলেন, ‘ঈদ যাত্রার অগ্রীম টিকিট ২১ মে এবং ফিরতি যাত্রার অগ্রীম টিকিট ৩০ মে থেকে বিক্রি শুরু হবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। এবং পূবাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।’

সারাবাংলা/জেআর/এইচআই

আন্তঃনগর ট্রেন ঈদযাত্রা টিকিট অনলাইনে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর