Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইয়ে থাকা বেনজীরের স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৭:২৪ | আপডেট: ১২ মে ২০২৫ ১৯:৫০

ঢাকা: সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

সোমবার (১২ মে) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জয়নাল আবেদীন।

জব্দের আদেশ পাওয়া জিসান মির্জার ফ্ল্যাট দুটির বর্তমান মূল্য এক কোটি চার লাখ ৭৯ হাজার দিরহাম। এছাড়া তার দুটি ব্যাংক হিসাবে এক লাখ ৬২ হাজার দিরহাম রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, জ্ঞাতআয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন জিসান মির্জা, যা ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্তের স্থাবর সম্পত্তি হস্তান্তর বা হস্তান্তর বন্ধের জন্য স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, ৮ মে বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইতে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। গত ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

সারাবাংলা/আরএম/এসআর

ফ্ল্যাট জব্দ বেনজীর বেনজীরের স্ত্রী ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর