ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস’ (আইওএসকো) এর ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে সোমবার (১২ মে) ভোরে ফের কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এর আগে ১১ মে তিনি দেশে ফিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন।
বিএসইসি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চারদিনব্যাপী (১২-১৫ মে) আইওএসকো’র ৫০তম বার্ষিক সাধারণ সভা এবার কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে গত ৫ মে যুক্তরাষ্ট্রে যান বিএসইসি চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৯ মে পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ওই সফরস্থল থেকেই সরাসরি কাতারে যাওয়ার কথা ছিল তার।
কিন্তু পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নিতে আমেরিকা থেকে ১১ মে দেশে ফিরেন তিনি। ওইদিনই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন তিনি।
বিএসইসি সূত্র জানায়, দোহার বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার ( ১৫ মে) বিএসইসি’র চেয়ারম্যানেরদেশে ফেরার কথা রয়েছে এবং আগামী ১৮ মে রোববার তিনি অফিস করবেন।