Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১৮ শিশুসহ ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে পালিয়ে এসেছে।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় বন্ধ থাকা একটি জাহাজভাঙা কারখানা থেকে তাদের আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গাদের মধ্যে এক যুবক সাংবাদিকদের জানিয়েছেন, ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাবার জন্য তারা চারটি ট্রলার ভাড়া করেছিলেন। প্রতিটি ট্রলারের ভাড়া নেওয়া হয় ১২ হাজার টাকা। গত রোববার রাতে ট্রলারে রওনা দেওয়ার পর ভোরে তাদের সীতাকুণ্ড উপকূলে নামিয়ে দিয়ে ট্রলারগুলো চলে যায়। পরে তারা বন্ধ থাকা কারখানাটির ভেতরে আশ্রয় নেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা ১৮ শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করেছি। তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে। তাদের আবার ভাসানচরে পাঠানো হবে। নোয়াখালী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

এর আগে, গত ৩ মে নগরীর পতেঙ্গায় ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিককে র‌্যাব আটক করেছিল।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রামে আটক ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর