Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ ও ২৪ মে খোলা থাকবে আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৫

হাইকোর্ট।

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সুপ্রিম কোর্টও ছুটির আওতায় থাকবে। তবে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালত। ফলে এই দুদিন চলবে দাফতরিক ও বিচারকাজ।

সোমবার (১২ মে) বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ও ১২ জুন যথাক্রমে বুধ-বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। কিন্তু দাফতরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়। এমতাবস্থায় ১১-১২ জুন সুপ্রিম কোর্টের উভয় বিভাগ সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। পাশাপাশি ১৭ ও ২৪ মে শুধুমাত্র দাফতরিক কাজ চলমান থাকবে। তবে অধস্তন আদালতের সব কার্যক্রম চলবে।

সারাবাংলা/আরএম/এসআর

খোলা থাকবে আদালত বিচারকাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর