Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৫

‎ ‎সোমবার (সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংলাপ

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

‎সোমবার (১২ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

‎আলোচনার সূচনায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন৷ তিনি বলেন, ফ্যাসিবাদী শাসকের পলায়নের মাধ্যমে ফ্যাসিবাদ শাসনের পতন হয়েছে। কিন্তু, কাঠামোগত রূপান্তর ছাড়া এদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

‎তিনি বলেন,  রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মতভিন্নতা রয়েছে, তেমনি জাতি ও রাষ্ট্রের প্রয়োজনে একধরনের ঐকমত্যও আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে পেরেছে৷ একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসীম সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছে৷ তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ বীরত্ব গাঁথার সবচেয়ে বড় অবদান হচ্ছে স্বাধীনতার পর প্রথমবারের মত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে  সকলে মিলে আলোচনা করতে পারছি।

‎বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল মাজেদ আতাহারী’র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার ছাড়াও যুগ্ন মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান, অর্থ সচিব আলহাজ্ব আনোয়ারুল কবীর, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল সাইফ খান এবং নির্বাহী সদস্য আমীর জিহাদী উপস্থিত ছিলেন৷ বাংলাদেশ নেজামে ইসলামসহ এ পর্যন্ত ৩১ রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়।

বিজ্ঞাপন

সারাবংলা/এনএল/আরএস

জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর