Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাতিজার হাসুয়ার কোপে প্রাণ গেল চাচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৯:৪৫

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাসুয়ার কোপে চাচা আরসাদ আলীর (৫০) নিহত হয়েছে। ঘটনার পর ভাতিজা নুর হাবিব সুমনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমি-জমা নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে চাচা আরসাদ আলী গরুকে পানি খাইয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসআর

খুন নওগাঁ হাসুয়ার কোপে নিহত