ঢাকা: আসছে পবিত্র ঈদুল আজহার আগের সাতদিন ও ঈদের দিন এবং পরের পাঁচদিন মিলিয়ে মোট ১৩ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে দেশের সিএনজি স্টেশন। সোমবার (১২ মে) ঈদযাত্রার প্রস্তুতিমমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের জন্য পর্যাপ্ত ফেরির ব্যবস্থা ও কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া ঈদের এক সপ্তাহ আগে এমআরটি, এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ, ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখোঁড়ি বন্ধ রাখতে বলা হয়েছে। আরও সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল যাত্রী পরিবহণ না করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে এবং এ লক্ষ্যে বিআরটিএ, ডিএমপি, সিটি করপোরেশন এবং মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে আলাদা ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে।
এ ছাড়াও ঈদযাত্রায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে মোটরযান নির্দেশিকা ২০২৪ এ উল্লেখিত নির্ধারিত গতিসীমা অনুযায়ী বিভিন্ন মোটরযানের চলাচল নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের সেতুগুলোতেও শৃঙ্খলা বজায় রেখে চলাচল করতেও বলা হয়েছে।