Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ২ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২০:৩৮ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৪

নিহত স্কুলছাত্র মাহমুদ উল্লাহ রিয়াদ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় শত্রুতার জেরে মাহমুদ উল্লাহ রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রকে প্রকাশ্যে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে ছয়ঘরিয়া গ্রামের কাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ উল্লাহ রিয়াদ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সে দর্শনার মেমনগর বিডি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই মহল্লার হযরত আলী— তার স্ত্রী সুমাইয়া, মা ফাহিমা বেগম ও ভাগিনা বিদ্যুৎকে সঙ্গে নিয়ে জিয়ারুলের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। এসময় জিয়ারুলের স্কুল পড়ুয়া ছেলে রিয়াদ বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, হত্যাকাণ্ডের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরতের স্ত্রী সুমাইয়া ও মা ফাহিমা বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের ধরতে চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সারাবাংলােএসআর

কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গা স্কুলছাত্রকে হত্যা