Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত থেকে রোহিঙ্গাদেরও বাংলাদেশে পাঠানো হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২০:৫৩ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদেরও বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে যাদের বাংলাদেশে পুশ ইন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন ভারতের ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা। এটা অ্যালার্মিং এবং মানবাধিকার লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর কঠোর প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।’

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সংবাদ ব্রিফিং এ বিজিবির ডিজি বলেন, ‘গত ৭ ও ৮ মে ২০২ জন বাংলাদেশিকে বিএসএফ পুশ ইন করেছে। যেসব স্থানে প্রহরা নেই সেসব জায়গা থেকে বিএসএফ পুশ ইন করেছে। পুলিশের মাধ্যমে এই সকল বাংলাদেশিদের শনাক্ত করে যাদের ২০-২৫ বছর আগে যারা নানা কাজে ভারতে গিয়েছিল তাদের সন্তানসহ পুশ ইন করেছে। তাদের সন্তানেরা ভারতের নাগরিক। কিন্তু ভারতের পুলিশ ও্‌ইসব কার্ড রেখে দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে। এরপরে আমরা তাদের প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

তিনি আরও বলেন, ‘আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। যারা ক্যাম্প থেকে পালিয়েছে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এরই মধ্যে একটি অ্যালার্মিং বিষয় যে কিছু রোহিঙ্গা ভারতের ক্যাম্পে ছিল। তাদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। ওখানের রেজিস্ট্রেশন করা। আমরা আমাদের দেশের ইউএনএইচসিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে আমরা অভিযোগ দায়ের করছি। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। যে দেশের রিফিউজি সেই দেশেই রাখার কথা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘‘বরাবরের মতো বিএসএফ বিষয়টি অস্বীকার করছে যে তারা জানেন না। তারা বলছেন, ওরা নিজেরাই বাংলাদেশ থেকে ভারতে এসেছে, আবার ভারত থেকে বাংলাদেশে ফিরছে এমন কথা বিএসএফ থেকে বলা হচ্ছে। এটা আমরা মানছি না। আমরা পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি দিয়েছে এবং একইসঙ্গে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলেছি। তারা বাংলাদেশের রিফিউজি হলে আমরা গ্রহণ করব সেটা প্রমাণ ও প্রসেসের মধ্য দিয়ে। সেইসঙ্গে খবর পেয়েছি খাগড়াছড়ি সীমান্তের ওপারে আরও ২০০-৩০০ শরণার্থী অপেক্ষমাণ রয়েছে। যাদের বিএসএফ পুশব্যাক করতে চেয়েছিল আমরা পেট্রোলিং বাড়িয়েছি। তাই তারা পারছে না।’’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘সুন্দরবন এলাকার রিমোর্ট চর মান্দারবাড়িতে কোনো একটা ভারতীয় জাহাজে করে আরও ৭৮ জনকে ফেলে গেছে। তাদের কোস্টগার্ড উদ্ধার করে কোস্টগার্ডের কাছে রেখেছে। তাদেরকে নিজ এলাকায় পাঠানোর প্রক্রিয়া করছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানাবো।’

তিনি আরও বলেন, ‘২০২ জনকে খাগড়াছড়ি, পানছড়ি, জামিনি পাড়া, খেদাছড়া এলাকা দিয়ে পাঠিয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারি থেকে পুশ ইন করা হয়েছে। টার্গেট করে সুন্দরবনের মান্দারবাড়ি থেকে পাঠানোর চেষ্টা করছে। অর্থাৎ যেসব এলাকা নির্জন এবং টহল যেতে সময় লাগে এমন এলাকা দিয়ে পাঠাচ্ছে। এটি সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক।’

সারাবাংলা/জেআর/এইচআই

পুশ ইন বিজিবি মহাপরিচালক ভারত রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর