Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী ডিওএইচএস থেকে সিগারেট কারখানা অপসারণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২০:৫৪ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৪

ঢাকা: মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ করার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী ও তামাকবিরোধী সংগঠন।

সংগঠনগুলো বলছে, ক্ষতিকর পণ্য উৎপাদন করার পরেও নীতি নির্ধারকদের প্রভাবিত করে তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিগারেট কারখানা অবিলম্বে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে অপসারণ করে শহরের বাইরে নিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে দেশে নতুন কোনো তামাক বা সিগারেটে কোম্পানির অনুমোদন না দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত ‘তামাক কোম্পানির কার্যকলাপ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি: আইন শক্তিশালী করা জরুরি’ শীর্ষক এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বিইউএইচএস এর ডিপার্টমেন্ট অব অকোপেশনাল এন্ভারমেন্টাল হেলথ ফ্যকালটি প্রফেসর এ এফ এম সরোয়ার, ডেভেলপমেন্ট এ্যাক্টিভিটিস অব সোসাইটির টিম লিড, টিসিআরসি এর সদস্য সচিব মো.বজলুর রহমান, বিএনটিটিপি’র প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্ব সুশান্ত সিনহা। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের দফতর বিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমান।

বিজ্ঞাপন

জনস্বাস্থ্যকর্মীরা আরও বলেন, আপীল বিভাগ নতুন কোন সিগারেট কোম্পানি স্থাপনের অনুমোদন না দেওয়ার নির্দেশনা প্রদান করলেও বেপজা ও বিডা দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ বৃদ্ধির নামে শিল্প এলাকায় নতুন সিগারেট ও তামাক কোম্পানি অনুমোদন দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যা সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্যের সামিল। প্রজাতন্ত্রের এই দুই সংস্থাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আপীল বিভাগের নির্দেশনা পালন প্রজাতন্ত্রের সকল বিভাগের দায়িত্ব। নিজের দেশের মানুষের স্বাস্থ্য, পরিবেশ ধ্বংস করে বিনিয়োগ কোনো ধরনের উন্নয়ন নয়। স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করে উন্নয়ন করা যায় এমন প্রতিষ্ঠানের বিনিয়োগ নিশ্চিতে বিডা ও বেপজাকে আমরা আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, করে তামাকের মতো ক্ষতিকর পণ্যকে পুনরায় লাল তালিকাভুক্ত করা জরুরি। অনতিবিলম্বে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মহাখালীর ডিওএইচএস থেকে বিএটি’র তামাক কারখানা অপসারণ করে এখানে একটি জনসাধারণের ব্যবহার উপযোগী পার্ক নির্মাণ করার দাবি জানাই। একই সঙ্গে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানাই।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অপসারণের দাবি ডিওএইচএস মহাখালী সিগারেট কারখানা