Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিট স্ট্রোক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা দিবে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২১:০২

হিট স্ট্রোক সেন্টারের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ২৫ শয্যাবিশিষ্ট হিট স্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আর এখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

সোমবার (১২ মে) দুপুরে এই হিট স্ট্রোক সেন্টারের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, ‘তাপপ্রবাহ চলার সময়ে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগী সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এ ছাড়াও তিনি উল্লেখ্য করেন, এই হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। জটিলতা দেখা দিলে রোগীদের স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে, বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তা ঢাকার মতো ইট, কাঠের নগরে চরম মাত্রায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। বিষয়টি বিবেচনা করে, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

ডিএনসিসি বিনামূল্যে চিকিৎসা হিট স্ট্রোক হিট স্ট্রোক সেন্টার