ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম স্থগিতের পর এবার দলটির নিবন্ধনও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১২ মে) রাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। সেই ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।’
ইসি সচিব বলেন, ‘সে অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।’ কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো? জানতে চাইলে ইসি সচিব আকতার আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।’

বৈঠক শেষে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, ইসি সচিব আখতার আহমেদ ও ইসির অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর সন্ধ্যা ৬টায় সিইসি কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রসঙ্গত, জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বিকেলে প্রজ্ঞাপনে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।