খুলনা: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অব বাংলাদেশের (আইএসপিএবি) আসন্ন নির্বাচন উপলক্ষ্যে খুলনায় উৎসবমুখর পরিবেশে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সন্ধ্যায় নগরীর হোটেল ক্যাসেল সালামের ব্যাঙ্কুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের টিম লিডার আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম (মোহাম্মদ আমিনুল হাকিম) আলাদাভাবে প্রত্যেক প্রার্থীর পরিচিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন। ইশতেহার ঘোষণার পর টিম লিডার সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের টিম লিডার এম এ হাকিম প্রত্যেক প্রার্থীর পরিচিতি তুলে ধরেন।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা.) লিমিটেড, অন্তরঙ্গ ডট কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের টিম লিডার এম এ হাকিম প্রত্যেক প্রার্থীর পরিচিতি তুলে ধরেন
‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল খুলনার সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মোট ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। এগুলো হল—
- আইএসপি অধিকার সংরক্ষণ ও ন্যায্য নিয়ন্ত্রক নীতিমালা নিশ্চিতকরণ আইএসপিদের স্বার্থরক্ষা ও সমন্বিত নীতিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা।
- বিভাগ ও জেলা সাব-কমিটি গঠন এবং বিকেন্দ্রীকৃত পরিচালনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আর্থিকভাবে স্বাধীন এবং আইনি নীতিমালার আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে সাব-কমিটি পরিচালনা।
- বাংলাদেশকে গ্লোবাল ডেটা সেন্টার হাবে রূপান্তরের উদ্যোগ গ্লোবাল সিডিএন কোম্পানিগুলোকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে উৎসাহিত করা।
- অবৈধ আইএসপি ও দখলদারিত্ব প্রতিরোধে লিগ্যাল সাপোর্ট সেল গঠন আইনগত সহায়তার মাধ্যমে আইএসপি খাতের নিরাপত্তা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা।
- বিশ্বমানের ডিজিটাল ইভেন্ট আয়োজন আন্তর্জাতিক মানের প্রদর্শনী, সম্মেলন ও সেমিনার আয়োজন করে বাংলাদেশের আইএসপি খাতের অগ্রগতি তুলে ধরা।
- ডেডিকেটেড মেম্বার সার্ভিস ডেস্ক স্থাপন সদস্যদের সার্বক্ষণিক সহায়তার জন্য আইএসপিএবি এর অভ্যন্তরে একটি বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা।
- নতুন নতুন আইপি বেইসড ব্যবসার ক্ষেত্র উন্মোচন করা যেমন আইপি টিভি/ওটিটি, হোম অটোমেশন, কলিং অ্যাপ, প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমসহ এআই প্রযুক্তি নির্ভর সাইবার সিকিউরিটি মোকাবিলা করার সামর্থ্য অর্জন করা।
- আইপিভি সিক্স ডিপ্লয়ম্যান্ট বাস্তবায়নে সদস্যদের জন্য টেকনিক্যাল সাপোর্ট টিম গঠনের মাধ্যমে সহায়তা প্রদান।
- ধানমন্ডি একটিভ শেয়ারিং প্রকল্পের সফলতার ভিত্তিতে লাস্ট মাইল ফাইভার ক্যাবল শেয়ারিং দেশের অন্যান্য এলাকায় বাস্তবায়ন।
- ইন্টারনেট সার্ভিসকে আইটি এনাবল্ড সার্ভিস (আইটিইএস) হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে জোরালো প্রচেষ্টা।
- টেকসই ব্যবসায়িক উন্নয়নের জন্য ন্যায্য মূল্যে এনটিটিএন এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ট্রান্সমিশন সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করা।
- সদস্য কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবন বীমা সুবিধা চালুর মাধ্যমে নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ গঠনের উদ্যোগ নেওয়া। ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য প্রণোদনা তহবিল থেকে মাত্র ৭ শতাংশ সুদে, ইইএফ (ইক্যুইটি অ্যান্ড অন্টাপ্ল্যানারশীপ ফান্ড) থেকে মাত্র ৫ শতাংশ সুদে এবং সহজ শর্তে জামানতবিহীন ব্যাংক লোনের জন্য পূর্ণ সহায়তা দিতে হবে।
- ডুয়েল কারেন্সি করপোরেট ক্রেডিট কার্ড সুবিধা চালু করা। আইএসপিএব-এর সকল সদস্যদের জন্য এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা চালু করা হবে, যা ব্যবসায়িক লেনদেনসহ ব্যক্তিগত ব্যবহারের জন্যও উপযোগী হবে।
- আইএসপি ইউনাইটেড নেতৃত্বের নতুন প্রজন্ম তৈরি করতে আগ্রহী এবং এ বিষয়ে আস্থা রাখি। এই লক্ষ্যে অ্যাসোসিয়েশনে প্রতি দুই মেয়াদে নির্বাচিত প্রতিনিধিরা এক মেয়াদের জন্য নির্বাচন অংশগ্রহণ বিরত থাকার প্রস্তাবনা ও এ ব্যাপারে প্রয়োজনীয় সংশোধনের কাজ করা।
উল্লেখ্য, আগামী ১৭ মে আইএসপির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।