Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরির ত্রুটি ঠিক করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:১১ | আপডেট: ১৩ মে ২০২৫ ০০:১৮

স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের কার্য অধিবেশনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

ঢাকা: সিভিল সার্জনদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে দুই চোখ হারিয়েও ‘সি’ ক্যাটাগরিতে। এসব ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে।

সোমবার (১২ মে) বিকেলে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের কার্য অধিবেশনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নূরজাহান বেগম বলেন, ‘সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষতা আছে তাই দিয়ে আমাদের সেবার মান যাতে আরও বাড়ানো যায় সেই দিকে আমাদের জোর দিতে হবে। মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে ‘

অধিবেশন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা টিম হিসেবে কাজ করবেন। স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ।
এ ছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও ঊর্ধ্বতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সবসময় কোথায় কি হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।’

তিনি বলেন, ‘আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি। এ জন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এ ছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবাখাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

বিজ্ঞাপন

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকরা তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

ক্যাটাগরি জুলাই আন্দোলন স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর