Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ছাদে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কেয়ারটেকার আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:১৯ | আপডেট: ১৩ মে ২০২৫ ০০:১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামে ওই বাসার কেয়ারটেকার আহত হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির বাসার ছাদে এই ঘটনা ঘটে।

আহত আঞ্জুমান ও বাসার মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির সপ্তম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বল সদৃশ্য একটি বস্তু খুঁজে পায়। শিশুটির হাত থেকে নিয়ে দেখছিল আঞ্জুমান। এ সময় হঠাৎ বিস্ফোরণে তার বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাত ও পেটে যখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

ককটেল বিস্ফোরণ কেয়ারটেকার যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর