Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গা আ.লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:৩৬

আলফাডাঙ্গা আওয়ামী লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে। ছবি: সংগৃহীত

ফরিদপুর: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) বিকেলে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন না পাওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আশরাফ আলী প্রমুখ।

থানা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বিএনপির সমর্থক আবুল বাসার বাদী হয়ে গত ১৫ জানুয়ারি আওয়ামী লীগের ১৭০ নেতার নাম উল্লেখ করে ও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করে আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। এই মামলার ২১ আসামি হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনে ছিলেন। হাইকোর্ট জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ জানান, সোমবার ছিল আসামিদের হাইকোর্ট থেকে জামিনে থাকার শেষ দিন। এ জন্য আজ ২২ আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত অসুস্থ বিবেচনায় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নবাব আলীর (৬৫) জামিন মঞ্জুর করলেও বাকি ২১ আসামির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ আলফাডাাঙ্গা জেলহাজতে নেতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর