Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়াইন নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:৪৪

সিলেট: জেলার গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে নদী থেকে পাথর উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকালে পিয়াইন নদীতে এই ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম রজব আলী (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের রাধানগর এলাকার বড়বন গ্রামের রহমত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় শ্রমিকদের সূত্রে জানা গেছে, রজব আলী সকালের দিকে বারকি নৌকা দিয়ে পিয়াইন নদীতে পাথর তুলতে যান। ডুবে ডুবে বালতি দিয়ে তিনি নদীর নিচ থেকে পাথর তুলছিলেন। একপর্যায়ে পাথর তোলার জন্য পানির নিচে ডুব দিয়ে আর ওঠেননি। দীর্ঘ সময় ধরে তার খোঁজ না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাহায্যে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত একজন শ্রমিক বলেন, ‘পাথর তোলার কারণে পিয়াইন নদীর স্থানে স্থানে গর্ত তৈরি হয়েছিল। এ রকমই একটি গর্তে রজব আলী আটকা পড়েছিলেন।’

গোয়াইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন।

সারাবাংলা/এইচআই

উত্তোলন পাথর পিয়াইন নদী শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর