Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় আওয়ামী সমর্থক ৫ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২২:৫১

দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের পাঁচ সদস্য। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: জেলার দেবহাটায় আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন পরিষদের পাঁচ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে তাদের নাশকতার মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার (১২ মে) দুপুরে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ থেকে তাদের গ্রেফতার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেফতার ইউপি সদস্যরা হলেন- দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ওই ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে করায় জনসাধারণ তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী গিয়ে তাদের আটক করে। খবর পেয়ে পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেবহাটা থানা পুলিশ পাঁচ ইউপি সদস্যকে আটক করে। পরে বিকেলেই তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাদেরকে সন্ত্রাস দমন আইনের আওতায় আনা হবে কি না?- এমন প্রশ্নের জবাবে ওসি জানান, সরকারের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

দেবহাটা পুলিশ সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর