Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি আহত, ধরে নিয়ে গেছে ৩ জনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২৩:০৩

নাফ নদী। ছবি: সংগৃহীত

কক্সবাজার: টেকনাফের নাফ নদীর দুই জায়গায় গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া, আরেক জায়গা থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা।

সোমবার (১২ মে) বিকেলে টেকনাফের সাবরাং ও লেদা সীমান্তসংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিকেলে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের ডান হাঁটুতে ও অন্যজনের বাম পায়ে গুলি লাগে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, একই সময় লেদা এলাকার নাফ নদীসংলগ্ন অংশ থেকে আরও তিনজনকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

অপহৃত তিনজন হলেন- সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা সবাই পূর্ব লেদার লামারপাড়া এলাকার বাসিন্দা।

চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘তাদের কেউ পেশাদার জেলে নন। তারা কেন নদীতে গিয়েছিলেন তা জানতে পারিনি। তবে তারা একটি নৌকা নিয়ে নদীতে নেমেছিলেন। আরাকান আর্মির সদস্যরা গুলি ছুড়ে এবং পরে ধাওয়া করে ধরে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘লেদার ঘটনাটি শুনেছি। তবে তারা প্রকৃত জেলে নাকি মাদক কারবারি— তা স্পষ্ট নয়। কারণ, ওই পথ দিয়েই মাদকের বড় চালান আসে। তারা মাদক আনতে মিয়ানমারে গিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অপহৃতদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে গুলিবিদ্ধ দুই জেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম

আরাকান আর্মি গুলি টেকনাফ নাফ নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর