Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ২৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২৩:১৩ | আপডেট: ১২ মে ২০২৫ ২৩:১৬

আদালত চত্বরে আসিমারা

সিলেট: জেলার জকিগঞ্জ নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে আদালতে আত্মসমর্পণ করার পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে, উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬ জন আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।

এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে হেনস্থা করেছে বিক্ষুদ্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আসামিদের আদালতে তোলার সময় মারধরের চেষ্টা করেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় একজন তেড়ে এসে হামলার চেষ্টা করেন। এ সময় পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর