Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

রাবি করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ০৩:২৬ | আপডেট: ১৩ মে ২০২৫ ০৩:৩৪

গ্রেফতার। প্রতীকী ছবি

রাজশাহী: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৩ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে নগরীর মতিহার থানায় হস্তান্তর করেন।

ছাত্রলীগের ওই কর্মীর নাম অরিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি রাজশাহীতে এলেও ক্লাসে যাননি। কিন্তু রাতে ক্যাম্পাসে প্রবেশকালে তাকে আগে থেকে অনুসরণ করে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহিদুল আলম বলেন, ‘আমাদের একজন ছাত্রকে পুলিশে সোপর্দ করার খবর শুনেছি। কিন্তু পরিচয় এখনো জানতে পারিনি। ওই ছাত্র কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না আমি জানি না। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই ছেলে ছাত্রলীগের রাজনীতি করতো। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন সে থানায় আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। কারণ, তাদের সহযোগিতায় ওই ছেলেকে থানায় সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

ছাত্রলীগ কর্মী পুলিশ সোপর্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর