Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবির তেল জব্দ করে নিলামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১০:৪৪

অভিযানে টিসিবির পণ্য লেভেলসহ ১৭ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় খোলা বাজারে মিলেছে টিসিবির সয়াবিন তেল। পরে তা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পঞ্চগড় অফিস সমন্বিত এই অভিযান পরিচালনা করে নিলামে তেল বিক্রি ও ব্যবসায়ীকে জরিমানা করে।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজারের মীম ষ্টোর নামে এক মুদি দোকানে টিসিবি পণ্য ক্রয় বিক্রয়ের অভিযোগে পাওয়া যায়। পরে অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিসিবির পণ্য লেভেলসহ ১৭ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জনসম্মুখে নিলামে দুই লিটারের বোতল ৩০০ টাকা দরে বিক্রি করা হয়। তবে প্রতিষ্ঠানকে ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে মীম ষ্টোরের মালিক গোলাম মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, ‘সদর উপজেলার জগদল বাজারে টিসিবির সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। পরে দোকানটিতে দুই লিটার সয়াবিনের ১৭টি বোতলে ৩৪ লিটার তেল পাওয়া যায়। বোতলের গায়ে ৩৫০ টাকা লিখা থাকলেও তা ৩০০ টাকা দরে উপস্থিত মানুষের মাঝে বিক্রি করা হয়। আগামীতেও জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ

টিসিবি পণ্য ব্যবসায়ীকে জরিমানা সয়াবিন তেল জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর