পাবনা: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদিতে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু (৪০) ভাঁড়ারা বিজয় রামপুর গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার জানান, ভাঁড়ারার ছেউলি বাজারে চায়ের দোকানে প্রতিদিন যেতেন বাবুল শেখ। ঘটনার রাতে তিনি ওই দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে।
এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিকবার কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত বাবুল শেখ একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় দু’টি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।