ঢাকা: ছয় পদে ২২ জনকে নিয়োগ দেবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগ্রহীরা আগামী ২ জুন বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে https://tcb.gov.bd/sites/default/files/files/tcb.portal.gov.bd/notices/897a639d_bd4a_4a60_96c1_da00db0117a7/2025-05-12-13-22-20bf065343624462643ad2b71ed60396.pdf এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর নাম: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ৮-৩২ বছর। তবে ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম:
আগ্রহীরা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি:
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২-৬ নম্বর পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
নিয়োগ দিচ্ছে টিসিবি
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১২:৩৫
১৩ মে ২০২৫ ১২:৩৫
সারাবাংলা/এনএল/এসডব্লিউ