Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনেই দেওয়া যাবে ঢাবি‘র সকল ভর্তি ফি, কমবে ভোগান্তি

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৩৬

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমেছে। এ বছর থেকে বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি ফি এবং হলের জামানত দিতে শিক্ষার্থীদের আর ব্যাংকে যেতে হবে না।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইনে ভর্তি ফি প্রদান সংক্রান্ত এক সভার সুপারিশের ভিত্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ধাপে ভর্তির ফি প্রদান করতে হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তি ফি প্রদান করতে হয়। পরে নির্দিষ্ট তারিখে বিভাগ বা ইনস্টিউটের ভর্তির ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে জমা দিতে হয়। এরপর বিভাগ থেকে নথিপত্র নিয়ে শিক্ষার্থীরা হলে যান এবং হল থেকে ব্যাংকের স্লিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জনতা ব্যাংকে হলের জামানত পরিশোধ করতে হয়।

প্রতিবছর শিক্ষার্থীদের ব্যাংকে দীর্ঘ লাইনে দাড়িয়ে এ পদ্ধতিতে টাকা জমা দিতে হতো। এতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের পোহাতে হতো দীর্ঘসূত্রিতা। তাই নানা সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবছর থেকে বিভাগ-ইনস্টিটিউটের ভর্তি ফি এবং হলের জামানত অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এবছর যেসব বিভাগ অনলাইনে টাকা গ্রহণ করতে পারবে না, তারা নিজেদের অফিসে ভর্তির ফি গ্রহণ করবে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, যেহেতু এবছর প্রথমবারের মতো এই পদ্ধতি চালু হয়েছে, অনেকগুলো বিভাগ-ইনস্টিটিউটই প্রস্তুত নয়। তারা নিজেদের অফিসে ভর্তির ফি গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এছাড়া চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ভর্তির ফি আলাদা ব্যাংকে নেওয়া হয়। সেখানে তেমন ভীড় হয় না। তাই এই অনুষদ ব্যাংকেই ভর্তির ফি গ্রহণ করবে।

কেকে/সারাবাংলা/আরএস

অনলাইন ঢাবি ভর্তি ফি