ঢাকা: রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মোমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় রাকিব নামে এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাকিব নামে এক যুবক মোমিনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব নিহতের নাম মোমিন বাদে আর কিছু জানাতে পারেনি। তবে মোমিন নয়া পল্টন এলাকার কোনো একটি কারখানায় কাজ করতেন বলে জানিয়েছিল রাকিব।
নিহত যুবকের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে ওই যুবক মারা যাওয়ার পর রাকিবকে আর হাসপাতালে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন বলেন, ‘ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে হাসপাতালে আসি। হাসপাতালে এসে জানতে পারি সকালে রাকিব নামে এক যুবক মুমূর্ষু অবস্থায় মোমিন নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল। রাকিব হাসপাতালের পুলিশকে জানিয়েছিল, আরামবাগ কাঁচা বাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মোমিন। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে।’
এসআই জানান, মরদেহ রেখে রাকিব নামে ওই যুবকও হাসপাতাল থেকে চলে গেছে। ঘটনার বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। রাকিবকে খুঁজে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।