Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৩৬

আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন।

ঢাকা: এই প্রথম শেখ পরিবারের কাউকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।

সূত্র জানিয়েছে, শেখ শাইরা দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টিজি-৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/ইআ

আন্দালিব রহমান পার্থ শেখ শাইরা শারমিন