Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৫৫

সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

ঢাকা: চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে সরকার পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে চিকিৎসকদের এ সুখবর দেন তিনি। সেই সঙ্গে চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নূরজাহান বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামোতে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। চিকিৎসকদের এই কাঙ্ক্ষিত পদোন্নতি ও বেতন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য খাতের সামগ্রিক মানোন্নয়ন ঘটবে।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্ব নিতে হবে। সবার উচিত নিজের জায়গা থেকে এগিয়ে আসা। সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

চিকিৎসক পদোন্নতি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম