Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধার করে ও টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: ড. সালেহ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৬:০৭ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৫৫

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ছবি : সংগৃহীত )

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী বাজেটটা আমরা মোটামুটি বাস্তবায়ন করবো, বিরাট একটা গ্যাপ নিয়ে করবো না। ব্যাংক থেকে ধার করে কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না।

তিনি বলেন, তবে কিছুটা তো ডেফিসিট (ঘাটতি) থাকবে। সেটা পূরণে আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে নেগোশিয়েট করছি, প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার অত্যন্ত বাস্তবভিত্তিক হবে- উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প ও এডিপি বাস্তবায়ন করবো অত্যন্ত বাস্তবভিত্তিতে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে কিংবা ডেফিসিট দিয়ে এগুলো করবো না।

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এ পর্যন্ত এরই মধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও আশা করছি। অ্যাটলিস্ট গতবারের তুলনায় কম হবে না।

সারাবাংলা/আরএস

অর্খ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এডিপি বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর