Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোট ব্যয় হবে ২৬১১ কোটি টাকা
এলএনজি কার্গো আমদানি ও রাইস ব্রান তেল ক্রয়সহ ১১ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৯:৪৮

ঢাকা: সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএলজি আমদানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান ভোজ্যতেল ক্রয়সহ ১১টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি চলতি বছরের ২৬তম এলএনজি আমদানি। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৫৮৪ কোটি ১৬ লাখ টাকা।

বৈঠকে অভ্যন্তরীণ উৎস থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান ভোজ্যতেল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার তেল ১৬১ টাকা দরে পৃথক চারটি প্রতিষ্ঠান এ তেল সরবরাহ করবে। এর মধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৫০ লাখ লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার ও গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ২০ লাখ লিটার তেল সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

বৈঠকে ‘বাংলাদেশ কোস্ট গার্ড এর সক্ষমতা বাড়াতে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ডব্লিউডি-১ প্যকেজের আওতায় ৫টি রিভারাইন পেট্রোল ভ্যাসেল নির্মাণে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন’ (আইওএম)। এতে ব্যয় হবে ১ হাজার ২২০ কোটি ৯০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে বিশ্বব্যাংকের আইডিএ’র অনুদানে বাস্তবায়নাধীন ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কমিউনিটিস’ শীর্ষক প্রকল্পের কনসালটেন্সি ফর হেলথ সার্ভিস ডেলিভারি সাপোর্ট ফর এফডিএমএন’ এর এসডি-১৪ প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন’ (আইওএম)। এতে ব্যয় হবে ৩১৫ কোটি ৯০ লাখ টাকা।

বৈঠকে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-১ এর লট-২ এর আওতায় নেত্রকোণায় ১০ হাজার মেট্রিক টন ও ময়মনসিংহে ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি গোডাউন নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে যৌথভাবে- অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড ও সালাম কনস্ট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৯৬ লাখ টাকা।

এছাড়া বৈঠকে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (পাউবি অংশ)’ শীর্ষক প্রকল্পের লট ১৯ এর ২টি এবং লট ১৪ এর ৪টি প্যাকেজ কাজের পৃথক পৃথক মোট ৬টি পূর্ত কাজ সম্পাদনে ৬টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছয়টি প্রস্তাবে মোট ব্যয় হবে ১৯৫ কোটি ৯০ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

এলএনজি আমদানি ক্রয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর