নাটোর: নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে শহরের বঙ্গজ্জল এলাকায় স্বনির্ভর সমবায় সমিতি (ইউসিসিএ) অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুনে পুড়িয়ে আন্দোলকারীদের হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।