Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে প্রবাসীর সাড়ে ৪ বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৫৫

শিশুর মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: নিখোঁজের একদিন পরে রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়া এলাকা থেকে এক প্রবাসীর সাড়ে ৪ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও তেজকুনি পাড়ার এলাকার একটি খালি জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত ওই শিশুর নাম রোজা মনি। সে প্রবাসী বরকত মিয়া’র মেয়ে। সে পরিবারের সঙ্গে তেজকুনি পাড়া এলাকায় থাকতো। পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে রোজা মনি ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি নরসিংদি জেলায়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, সোমবার (১২ মে) দুপুরের দিকে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর কোথাও পায় না। এলাকায় মাইকিংও করা হয়। আজকে শিশুটির বাসা থেকে আনুমানিক ১০০-১৫০ গজদূরের একটি খালি জায়গায় তার মরদেহ দেখতে পাওয়া যায়।

ওসি আরও জানান, ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়েছে। শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

খুন তেজগাঁও শ্বাসরোধ শ্বাসরোধে হত্যা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর