Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়োবর্জ্য ব্যবস্থাপনায় ওয়াসা-রাজউকের সঙ্গে সমন্বিত কাজ করবে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৭:১৪ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৫৫

পয়োবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শন

ঢাকা: গুলশান, বনানী এলাকার পয়োবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান

মঙ্গলবার (১৩ মে) বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন ডিএনসিসি কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা রাজউকের সম্পত্তি তারা এখানে একটা ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি খুব দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করা হবে।’

তিনি জানান, এরই মধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠু পয়োবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে এই মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো প্রকারে রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচারবেজ এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় আরও এইরূপ প্ল্যান্ট স্থাপন করা হবে।

তিনি শহরের বাড়িওয়ালা প্রতি অনুরোধ করেন, তারা যেন তাদের বাড়ির পয়োবর্জ্য নিষ্কাশন সংযোগ সরাসরি সিটি করপোরেশনের স্টোম ড্রেনেজে যেনো না দেয়। যেসব জায়াগা ঢাকা ওয়াসার পয়োবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নাই তারা যেন বাড়িতে পয়োবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

ওয়াসা পয়োবর্জ্য পয়োবর্জ্য ব্যবস্থাপনা রাজউক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর